নাটোরে পিস্তল-গুলিসহ মোটরসাইকেল জব্দ

২ ঘন্টা আগে
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পকেটখালি এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও নাম্বারপ্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তবে মোটরসাইকেলের দুই আরোহী পালিয়ে যায়।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী।

 

তিনি জানান, বাগাতিপাড়া মডেল থানার পকেটখালি ক্যাম্পের একটি টিম রাতে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সিগন্যাল দিলে চালক ও আরোহী সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা মোটরসাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। তখন তাদের একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো ২ রাউন্ড গুলি ও একটি পিস্তল পড়ে যায়।

 

আরও পড়ুন: প্রশাসনের নির্ধারিত সময়ের আগেই নাটোরের বাজারে অপরিপক্ব লিচু

 

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি এবং মোটরসাইকেল জব্দ করেছে। ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

]]>
সম্পূর্ণ পড়ুন