ষড়যন্ত্র করে থামাতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে: হাসনাত

২ ঘন্টা আগে
ষড়যন্ত্র করে থামানো যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগিরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) বেলা ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই হুঁশিয়ারি দেন।    

 

হাসনাত লিখেন, ‘আপনি আমাদের যেকোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন। এসব ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।’

 

এর কিছু সময় আগে পোস্ট দিয়ে কর্মসূচির বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক লিখেন, ‘তিন দফা দাবিতে বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণ-জমায়েত। সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতার গণ-অবস্থান।’

 

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।

 

আরও পড়ুন: সকাল থেকেই শাহবাগ অবরোধ ছাত্র-জনতার

 

শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল হয়ে ওঠে। বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন তিনি। এরপরই একযোগে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন ছাত্র-জনতা। ৪টা ৪০ মিনিটে শাহবাগের মূল সড়কে বসে পড়েন হাজারো মানুষ।

 

রাত ১১টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে পরদিন তিন দাবিতে আজ শনিবার বিকেলে গণ-জমায়াতের ঘোষণা দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ।

 

ছাত্র-জনতার তিন দফা দাবি-

 

> আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। 

> আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

> জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন