এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে প্রাইভেটকার চূর্ণবিচূর্ণ, পথচারী নিহত

৬ দিন আগে
চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে প্রাইভেটকার সড়কে পড়ে শফিক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।


বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে সড়কে পড়ে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। 


আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ২ পথচারীর


এ সময় পথচারী শফিক গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। এ সময় দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। 


আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পরিদর্শক।
 

]]>
সম্পূর্ণ পড়ুন