শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে, দুটি সিরিজই হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ অবশ্য আছে টাইগারদের সামনে। আজ লঙ্কানদের বিপক্ষে জিতলেই সিরিজ জিতবে লিটনের দল।
আরও পড়ুন: সোহান নির্বাচকদের সুনজরেই আছেন: ফাহিম
এ ম্যাচে একাধিক পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। আগের ম্যাচে দলে থাকা সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন আজ। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ দলের মতো শ্রীলঙ্কাও একাদশে দুটি পরিবর্তন এনেছে। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের জায়গায় এসেছেন দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস। এর মধ্যে চান্ডিমাল আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ফিরলেন প্রায় সাড়ে তিন বছর পর। ডানহাতি এ ব্যাটসম্যান সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে।
আরও পড়ুন: ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে রিশাদ, এগিয়েছেন লিটন-ইমন
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তিন ওয়ানডে সিরিজের শেষটিতে হেরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও হারে টাইগাররা। এবার টি-টোয়েন্টিতেও একই সমীকরণ। প্রথম দুই ম্যাচ দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজ কলম্বোর ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারক। আর বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা সফরে একমাত্র সিরিজ জয়েরও সুযোগ এটি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।
]]>