একাদশে একটি পরিবর্তন এনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
প্রথম ম্যাচে মিডলঅর্ডারে ধস নেমেছিল। নাসুম আহমেদ ও তানজিম সাকিবের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তাও কিছুটা লড়াই করেছিল। হেরেছিল ১৬ রানে। আজ দ্বিতীয় টি-২০ দিয়ে সিরিজে সমতায় ফেরার মিশন টাইগারদের। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে তারা।

প্রথম ম্যাচে মিডলঅর্ডার ব্যাটার নুরুল হাসান ১০ বল খেলে করেছিলেন মাত্র ৫ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে নেই তিনি, সুযোগ পেয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। জাকের শেষ ৮ টি-২০ ইনিংসে মাত্র চারবার দশের ঘর পেরিয়েছেন, দুটি স্কোর ১০ ও ১২। সর্বোচ্চটি অপরাজিত ৪১।


প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডারের তিন ব্যাটারই রানের দেখা পেয়েছিলেন। শেরফান রাদারফোর্ড গোল্ডেন ডাকে আউট হন। পাঁচ নম্বরে নামা রভম্যান পাওয়েল ৪ ছক্কায় খেলেন ৪৪ রানের ইনিংস। ক্যারিবীয়রা সেই উইনিং কম্বিনেশন ভাঙেনি, একই দল নিয়ে খেলতে নেমেছে এই ম্যাচে।


আরও পড়ুন: হংকং সিক্সেসে বাংলাদেশের অধিনায়ক আকবর


বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ

অ্যালিক আথানাজ, ব্রান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, রোস্টন চেজ. জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জায়দেন সিলস।

]]>
সম্পূর্ণ পড়ুন