বুধবার (৮ অক্টোবর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (৩ অক্টোবর) বিহারের রোহতাস জেলায় ভারি বর্ষণের পর মহাসড়কের বিভিন্ন স্থানে ছয় লেনের নির্মাণকারী প্রতিষ্ঠানের তৈরি ডাইভারশন ও সার্ভিস লেনগুলো প্লাবিত হয়ে যায়। সেই সঙ্গে রাস্তায় পানি জমে দেখা দিয়েছে বড় বড় গর্ত। এর জেরেই ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে যানবাহনের দীর্ঘ সারি।
প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা। রোহতাস থেকে আওরঙ্গাবাদ পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার রাস্তায় পরিস্থিতি খুবই খারাপ। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা নির্মাণ সংস্থার পক্ষ কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ভারত / রাতে সাপ হয়ে কামড়ানোর চেষ্টা করে স্ত্রী, প্রশাসনের কাছে অদ্ভূত অভিযোগ স্বামীর
এনডিটিভি বলছে, পরিস্থিতি এতটাই নাজুক যে, যানবাহনগুলো ২৪ ঘণ্টায় মাত্র পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে পারছে। প্রবীণ সিং নামের এক ট্রাক চালক জানিয়েছেন, ৭ কিলোমিটার রাস্তা এগোতে তার সময় লেগেছে প্রায় ৩০ ঘণ্টা।
সঞ্জয় সিং নামের আর এক ট্রাক চালক জানিয়েছেন, দুইদিন ধরে ওই যানজটে আটকে আছেন তিনি। এখন খাবার এবং পানির সংকট দেখা দেয়ায় সমস্যা আরও বেড়েছে তাদের।
আরও পড়ুন: ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ, ‘সনাতন ধর্ম’ নিয়ে স্লোগান!
যানজটের কারণে এর প্রভাব পড়ছে ব্যবসার ওপরেও। চালকরা জানিয়েছেন, তাদের অনেকেই গাড়িতে আছে কাঁচামাল এবং সবজি। সেখানে আটকে থাকার কারণে ওই সমস্ত জিনিসও নষ্ট হচ্ছে। পাশাপাশি পথচারী, অ্যাম্বুলেন্স, জরুরি সেবা ও পর্যটকবাহী গাড়িগুলোরও অবস্থা শোচনীয়।
যানজটের বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের পরিচালক রঞ্জিত ভার্মা কোনো মন্তব্য করতে রাজি হননি।
]]>