দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পে ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করা হবে সোলজারে যেখানে তিনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠবেন-এমনটাই প্রত্যাশা নির্মাতার।
অন্যদিকে দীর্ঘ অভিনয় জীবনে নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তৌকীর। তবে এবারই প্রথম সিনেমায় তিনি হাজির হচ্ছেন খলনায়কের চরিত্রে।
আরও পড়ুন: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স’র সঙ্গে শাকিব খানের নতুন যাত্রা
সব মিলিয়ে শাকিব–তৌকীর যুগলবন্দি হয়ে উঠেছে সিনেমাপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ। তবে ‘সোলজার’ কি আসলেই পারবে দর্শকের প্রত্যাশা ছুঁতে? তা জানারই অপেক্ষায় সিনেপ্রেমীরা।
আরও পড়ুন: শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে মুখ খুললেন নির্মাতা
]]>