একই দিনে ঢাবির ভর্তি পরীক্ষা ও বেরোবির সমাবর্তন, কেন্দ্র নিয়ে সংশয়

২ সপ্তাহ আগে
‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এক‌ই দিনে হ‌ওয়ায় রংপুর বিভাগীয় পরীক্ষা কেন্দ্র নিয়ে সংশয় তৈরি হয়েছে।

গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের ২০ ডিসেম্বর বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।


এদিকে একইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) একটি কেন্দ্র হিসেবে নির্ধারিত আছে।


আরও পড়ুন: বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর


‎এ বিষয়ে জানতে চাইলে বেরোবির রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, আমরা বিষয়টি নিয়ে ঢাবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। বিষয়টি তাদের জানানো হবে, যাতে প্রয়োজনে তারিখ আগে বা পরে নেয়া যায়। এছাড়াও সমাবর্তনের অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। উনার সময়সূচি অনুযায়ী সমাবর্তনের নির্ধারিত তারিখও এক-দুই দিন আগে বা পরে পরিবর্তন হতে পারে। তবে প্রস্তুতির কাজ নির্ধারিত তারিখ অর্থাৎ ২০ ডিসেম্বরকে সামনে রেখেই সম্পন্ন করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন