এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

৪ সপ্তাহ আগে
পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করে এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরের স্পিনিং উইকেটে তিন বিভাগে জ্বলে ওঠার তাগিদ পেসার মারুফা আক্তারের। প্রথম ম্যাচে জিতলেও, এখনো কিছু জায়গায় উন্নতির সুযোগ দেখছেন মারুফা। সে সব ভুল শুধরে আরও ভালো পারফর্ম করার লক্ষ্য তার।

মিরপুরে ইতিহাস গড়া জয়ের পর উজ্জ্বীবিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়েছে জ্যোতির দল। শেষ দুই ওয়ানডের আগে দলে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আকতার। সবশেষ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছেন দিলারা।

 

শনিবার (৩০ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চাইবে আয়ারল্যান্ড। সেটা জেনেই পরিকল্পনা সাজাচ্ছে টাইগ্রেস। প্রথম ম্যাচে ৯৮ রানে অলআউট হলেও, প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না ক্রিকেটাররা। দলের ত্রুটির জায়গাগুলো খুজে বের করে সেগুলোতে উন্নতি আনার লক্ষ্য বাংলাদেশের।

 

সংবাদ মাধ্যমকে পেসার মারুফা আক্তার বলেন, ‘ওরা ঘুরে দাঁড়াতে চাইবে। তাই আমাদের আরও শক্তভাবে মোকাবিলা করতে হবে। ওদের শক্তি ও দুর্বলতা খুঁজে বের করতে হবে। আগের ম্যাচের ভুলগুলো শুধরে ওদেরকে আরও চেপে ধরার চেষ্টা থাকবে আমাদের।’

 

আরও পড়ুন: রেকর্ডগড়া ম্যাচে বাংলাদেশের বড় জয়

 

মিরপুরের স্পিনিং উইকেটে ৩টি করে উইকেট নিয়েছেন সুলতানা ও নাহিদা। পেসার মারুফা পেয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে আরও নিয়ন্ত্রিত বোলিংয়ের আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ নিশ্চিতের লক্ষ্য মারুফার। ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখলে কাজটা কঠিন হবে না বলেই মত তার।

 

টাইগ্রেস এ পেসার বলেন, ‘বোলিং, ফিল্ডিং, ব্যাটিং; তিন বিভাগেই আমাদের ফোকাস দিতে হবে। আত্মবিশ্বাস নিয়ে প্রথম ম্যাচ জিতেছি। সে আত্মবিশ্বাস ধরে রেখে দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করতে চাই।’

 

আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতাকে হারের কারণ হিসেবে দেখছেন মিরাজ

 

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের লক্ষ্যের কথা জানতে চাইলে সেটা গোপনই রাখলেন মারুফা। 

]]>
সম্পূর্ণ পড়ুন