এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের একটি অংশের বাঁধার মুখে যোগদান করতে এসেও ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়েছেন নতুন নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খান। পরে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক দফা দাবিতে উপাচার্যের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। পদত্যাগে সময় বেঁধে দিয়ে তারা উপাচার্যকে স্বৈরাচারের দালাল উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের ধারাবাহিক কর্মকাণ্ডগুলো প্রশাসনের অদক্ষতা, অযোগ্যতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থী । তিনি স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন। তাদের পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের দাফতরিক ও প্রসাশনিক কাজ স্থবির করে দিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক বলেন, খুবই দুঃখজনক যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্টদের দোসরদের পক্ষের শক্তিকে নিয়োগ দেয়া হচ্ছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের জনমতকে তোয়াক্কা না করে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা তৈরি করেছে। এ বিষয়টি নিন্দনীয় বলে মনে করে আমরা শিক্ষকরাও আন্দোলনে শরীক হয়েছি।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে মৃত্যুর মিছিল!
কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হক বলেন, উপাচার্য শুচিতা শরমিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর ঘনিষ্ঠজন। তার আরেক সহযোগী কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানকে এখানে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগেও অধ্যাপক কলিমুল্লাহ ও বর্তমান উপাচার্য শুচিতা শরমিনের হাত রয়েছে। অধ্যাপক কলিমুল্লাহ ও আবু হেনা মোস্তফা কামাল-এরা ফ্যাসিস্টদের সহযোগী এবং নানাকাজে বিতর্কিত। এমন বিতর্কিত লোককে এই বিশ্ববিদ্যালয়ে কোষ্যাধ্যক্ষ নিয়োগ এবং তাকে গোপনে যোগদানের ব্যবস্থা করে দেয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আমাদের ৫৩ জন শিক্ষক এবং অনেক কর্মকর্তা-কর্মচারী এতে সংহতি প্রকাশ করেছেন। আমরা এই দাবিতে অনড় আছি এবং থাকবো।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী ভিসি
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের পর অপসারণ করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। শিক্ষার্থীদের তোপের মুখে গত ২০ আগস্ট পদত্যাগের করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। পরে ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন।
]]>