রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় পীরগঞ্জ বিশমাইল এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, বিকেল ৫টা ১০ মিনিটের ট্রিপে বিশ্ববিদ্যালয় থেকে পীরগঞ্জ যাওয়ার পথে বড়দরগা পার হয়ে বিশমাইল বাজারের কাছাকাছি এসে নষ্ট হয়ে যায় বিআরটিসি দ্বি তল ভাড়া বাস। এতে ভোগান্তিতে পড়েন বাসে অবস্থান করা শিক্ষার্থীরা। এছাড়াও একই সময়ে বিশ্ববিদ্যালয় থেকে তারাগঞ্জ রুটে ছেড়ে যাওয়া বাসটিও বিকল হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
উদ্বোধনের প্রথম দিনেই বাস বিকল হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিআরটিসির পুরোনো বাস ভাড়া নেওয়ায় এ অবস্থা হয়েছে। বিশ্ববিদ্যালয় চাইলে আরো ভালো বাস ভাড়া নিতে পারত। দূরে যাওয়ার পথে এরকম মাঝ পথে বিকল হলে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের কোরআন উপহার দিলো বেরোবি দাওয়াহ সোসাইটি
বাসে থাকা শিক্ষার্থী আল আমিন বলেন, আমরা বাসে ছিলাম। হঠাৎ চাকা নষ্ট হয়ে যায়। পরে কোনো মতে পীরগঞ্জে নিয়ে আসলো।
উদ্বোধনের দিনই বাস বিকল হওয়ার ব্যাপারে জানতে চাইলে বেরোবির পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, আমি তো জানি না। খোঁজ নিচ্ছি। এমন তো হওয়ার কথা না।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।