উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়াগ না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

৪ সপ্তাহ আগে
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে হয়েছে মানববন্ধন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ গেইটে করা হয় এই মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শুরু থেকেই দেশের উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। এই অঞ্চল থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ দেয়া হয়নি। অথচ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরবঙ্গের অবদান ছিল গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের শতশত মানুষ আন্দোলনে গিয়ে হতাহত হয়েছে, দিয়েছে প্রাণ। এরপরও উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হয়েছে উত্তরবঙ্গের প্রতি।

 

বক্তারা আরও বলেন, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অনেক যোগ্য ব্যক্তিত্ব থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের তাতে কোনো নজর নেই। বৈষম্য দূর করে যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের বৈষম্যমূলক এমন কাজ দুঃখজনক।

 

আরও পড়ুন: চোরাচালানের কারণে উত্তরবঙ্গের চা নিয়ে যুদ্ধ করা হচ্ছে: সরওয়ার হোসেন

 

এসময় উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

 

উপদেষ্টা নিয়োগ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

 

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিচ্ছিন্ন করে দেয়ার হুঁশিয়ারি ছাত্র-জনতার

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহিন খানসহ অন্যান্যরা৷
 

]]>
সম্পূর্ণ পড়ুন