শুক্রবার (২৯ নভেম্বর) সকালে দেয়া পূর্বাভাসে জানানো হয়- উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি সারাদেশে তাপমাত্রা কমতে পারে।
পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার শেষভাগে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে উত্তরের জনপদে ক্রমশ নামছে তাপমাত্রা। সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
]]>