উঠানে বের হতেই শিশুটিকে জঙ্গলে নিয়ে যায় শেয়াল, পাওয়া গেল রক্তাক্ত মরদেহ

২ সপ্তাহ আগে
কিশোরগঞ্জে শেয়ালের কামড়ে আরাফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্বজনরা জানান, ওই গ্রামের মো. লিংকন মিয়ার ১৯ মাস বয়সী একমাত্র শিশু সন্তান আরাফ বাবা-মায়ের সাথে ইফতার করে। এর একটু পরই শিশুটি ঘর থেকে বের হয়ে উঠানে আসলে একটি পাগলা শেয়াল তার গলায় কামড় দিয়ে জঙ্গলে নিয়ে যায়।

 

আরও পড়ুন: শেয়াল ‘খুবলে খেয়েছে’ মিনহাজুলের মরদেহ

 

শিশুটির স্বজনরা তাকে উঠানে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির পাশে একটি জঙ্গল থেকে শিশুটির ক্ষত-বিক্ষত মরদেহ পান তারা।

 

এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন