উঠান বৈঠক করবে এনসিপি: হাসনাত

১ সপ্তাহে আগে
দলীয় কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে ২৭টি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘উঠানের নতুন সংবিধান’ নামে উঠান বৈঠক করবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপের প্রতিক্রিয়া শীর্ষক এক সংবাদ সম্মলনে তিনি এ কথা জানান।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, দলীয় কর্মসূচির আওতায় শুক্রবার (২৯ আগস্ট) থেকে ৩ দিন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ২৭টি উপজেলায় ‘উঠানের নতুন সংবিধান’ নামে উঠান বৈঠক করবে এনসিপি।

 

আরও পড়ুন: রুমিন ফারহানা ইস্যুতে প্রশ্ন, যা বললেন হাসনাত

 

গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান তৈরিতে জনগণের সঙ্গে আলোচনার উদ্দেশে এ বৈঠক করবেন বলে জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।

 

অন্যদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ

 

আরিফুল ইসলাম আদীব বলেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন