বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপের প্রতিক্রিয়া শীর্ষক এক সংবাদ সম্মলনে তিনি এ কথা জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দলীয় কর্মসূচির আওতায় শুক্রবার (২৯ আগস্ট) থেকে ৩ দিন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ২৭টি উপজেলায় ‘উঠানের নতুন সংবিধান’ নামে উঠান বৈঠক করবে এনসিপি।
আরও পড়ুন: রুমিন ফারহানা ইস্যুতে প্রশ্ন, যা বললেন হাসনাত
গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান তৈরিতে জনগণের সঙ্গে আলোচনার উদ্দেশে এ বৈঠক করবেন বলে জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।
অন্যদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল।
আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ
আরিফুল ইসলাম আদীব বলেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।