৫২ বছর বয়সি ইতালির সাবেক ডিফেন্ডার ক্যানাভারো ২০০৬ সালে ইতালিকে নেতৃত্ব দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) তাকে নিযুক্ত করার কথা জানিয়েছে উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন।
ইতালির হয়ে বিশ্বকাপ জেতা ক্যানাভারো দেশের হয়ে সব মিলিয়ে ১৩৬ ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: রদ্রি আবার চোটে পড়লেন
কোচ হিসেবে এখনও সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, জুভেন্টাসের হয়ে খেলা ক্যানাভারো। ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগ্রেবের সবশেষ দায়িত্ব পালন করেন তিনি। সেখানে বেশি দিন টিকতে পারেননি তিনি। মাত্র চার মাসেরও কম সময় যেতেই গত এপ্রিলে ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় তার।
এর আগে চীন ও সৌদি আরবের ক্লাবে কোচিং করিয়েছেন ক্যানাভারো।