উচ্ছেদ অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

৪ সপ্তাহ আগে
পটুয়াখালীর দুমকিতে 'ফেমাস ব্রিকস' নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয়ের ওপরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

 

এ বিষয়ে নূরুল আখতার নিলয় মুঠোফোনে প্রতিবেদককে জানান, আবাসিক ও আবাদি জমির পাশে বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্রবিহীন গড়ে ওঠা ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: মেহেরপুরে আরও ৭ অবৈধ ইটভাটা বন্ধ

 

হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

 

অন্যদিকে মালিক পক্ষের দাবি কোনো নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙতে শুরু করে। এসময় তারা বাধা দিলে প্রশাসনের লোকজন চাঁদা দাবি করে।

]]>
সম্পূর্ণ পড়ুন