একজন জানতে চেয়েছেন, ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিন রোজা রাখা যাবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ইসলামে ঈদুল ফিতর শুধু এক দিন-- সেটি হলো শাওয়াল মাসের প্রথম দিন। শাওয়াল মাসের দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ ঈদুল ফিতরের পরের দিন ও তার পরের দিনকে আমরা ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিন বললেও এ দুই দিন ইসলামি শরিয়তে ঈদের দিন নয়। এ দুই দিন রোজা রাখাও নিষিদ্ধ নয়।
ইসলামি শরিয়তে বছরে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ। দিনগুলো হলো ঈদুল ফিতরের দিন (শাওয়ালের ১ তারিখ), ঈদুল আজহার দিন এবং এর পরের তিন দিন (জিলহজের ১০-১৩ তারিখ) রোজা রাখা নিষিদ্ধ।
আরও পড়ুন: যে ৬ রোজায় সারাবছর রোজা রাখার সওয়াব হয়
সুতরাং ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিন রমজানের কাজা রোজা এবং শাওয়ালের রোজাসহ যে কোনো নফল রোজা রাখা যাবে।
]]>