বুধবার (২ এপ্রিল) ইসলামপুর থানা পুলিশ আটকদের বিরুদ্ধে পৃথক আইনে তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, ঈদের দিন থেকে হাড়গিলা বাঁধসংলগ্ন খোলা মাঠে শামিয়ানা টানিয়ে স্থানীয় একটি চক্র ঈদ মেলার নামে জুয়া খেলাসহ বিভিন্নস্থান থেকে যাত্রার নারীদের এনে অশ্লীল নাচ-গান চালিয়ে আসছিল। এমন খবর পেয়ে গভীর রাতে সেনাবাহিনী ও ইসলামপুর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তিন নারীসহ ৩৮ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: ছাত্রীর সঙ্গে অশ্লীলতায় লিপ্ত শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ঈদের দিন ঈদমেলার নামে এলাকার কিছু মানুষ জুয়া খেলাসহ বিভিন্ন স্থান থেকে নারীদের এনে অশ্লীল নাচ-গান চালিয়ে আসছিল। মঙ্গলবার এমন খবরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৩৮ জনকে আটক করা হয়।