‘ইহুদিদের পুঁতে ফেল’ স্লোগান দেয়া অক্সফোর্ড শিক্ষার্থী গ্রেফতার!

১ সপ্তাহে আগে
ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভে ‘ইহুদিদের মাটিতে পুঁতে ফেল’ স্লোগান দেয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় সময় বুধবার সকালের দিকে ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে। 

 

গত শনিবার মধ্য লন্ডনে একটি বিক্ষোভের তদন্তের অংশ হিসেবে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। 

 

আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরাইলে অস্ত্র পাঠিয়ে যাচ্ছে যুক্তরাজ্য!

 

এদিকে দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, ব্যালিওল কলেজের (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত) দর্শন, রাজনীতি এবং অর্থনীতির ছাত্র স্যামুয়েল উইলিয়ামসকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।

 

যদিও গ্রেফতার হওয়া ছাত্র উইলিয়ামসই কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।

 

বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘গত ১১ অক্টোবর, শনিবার মধ্য লন্ডনে প্যালেস্টাইন কোয়ালিশনের বিক্ষোভ থেকে ধারণ করা স্লোগানের তদন্তকারী কর্মকর্তারা একজনকে গ্রেফতার করেছে। জাতিগত বিদ্বেষ উসকে দেয়ার সন্দেহে ১৫ অক্টোবর, বুধবার অক্সফোর্ডশায়ারের একটি ঠিকানা থেকে ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি এখনও পুলিশ হেফাজতে আছেন।’

 

সূত্র: দ্য টেলিগ্রাফ

 

]]>
সম্পূর্ণ পড়ুন