রোববার (২৩ মার্চ) ইসরাইলের মার্কিন দূতাবাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসরাইলে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে রেড এলার্টও রয়েছে।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় গাজা ও লেবাননে নিহত ৩৯
সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলের অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসকারী মার্কিনিদের সতর্ক থাকার এবং বৃহৎ বিক্ষোভ ও রকেট হামলার সতর্কতাসহ ‘বর্তমান উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে’ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, মার্কিন নাগরিকদের বৃহৎ সমাবেশ এড়িয়ে চলা উচিত এবং নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জানা উচিত।
নিরাপত্তা সতর্কতা আরও কঠিন এবং দ্রুত পরিবর্তিত হতে পারে বলে দূতাবাস জানিয়েছে।
]]>