রোববার (৫ অক্টোবর) ভোরে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এটি প্রতিহতের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে আইডিএফ জানিয়েছে।
আরও পড়ুন: প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরাইল, জানালেন ট্রাম্প
টাইমস অব ইসরাইল জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরাইলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে আটকায় ইসরাইলি সেনারা।
আইডিএফের দাবি, গত ১৮ মার্চ থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরার ইসরাইল লক্ষ্য করে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরাইলের কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতিরা।
আরও পড়ুন: গাজা ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠালো ইসরাইল
এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে ইসরাইল-হামাসের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগে ইয়েমেনি বিদ্রোহীরা ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে।