ইসরাইলি হেফাজত থেকে মুক্তি পেলেন সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক

২ দিন আগে
গাজার জন্য ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদকে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি নিরাপদে আম্মানে অবস্থিত পাকিস্তান দূতাবাসে পৌঁছেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সম্প্রতি গাজার জন্য ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরাইলি বাহিনী বাধা দেয়ার পর আটক হওয়া অনেকের মধ্যে মুশতাক আহমেদও ছিলেন।

 

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসহাক দার বলেন, ‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে সাবেক সিনেটর মুশতাককে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি এখন আম্মানে অবস্থিত পাকিস্তান দূতাবাসে নিরাপদে আছেন। তিনি সুস্থ আছেন। তার ইচ্ছা অনুযায়ী, দূতাবাস তাকে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত।’ 

 

আরও পড়ুন: সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক খানকে ধরে নিয়ে গেল ইসরাইল!

 

মুশকাত আহমেদের মুক্তি নিশ্চিত করতে সহায়তাকারী বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, ‘আমি আনন্দের সাথে আমাদের সকল বন্ধুত্বপূর্ণ দেশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সহায়তা করেছেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন