বিসিবির পরিচালনা পরিষদের ২৫ জন পরিচালকের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পরিচালক নেয়া হয় ২ জন। সোমবার (৬ অক্টোবর) নির্বাচনে বিজয়ীদের সঙ্গে ঘোষণা করা হয় মনোনীত ২ জনের নাম। তবে এই নাম ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক।
ইসফাককে পরিচালক মনোনয়ন দেয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড উঠে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী সরকারের বড় নেতা ছিলেন ইসফাক। তিনি যুবলীগের সদস্য, চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য।
আরও পড়ুন: দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছেন বুলবুল
গণমাধ্যমের কল্যাণে বিষয়টি এনএসসির নজরে এসেছে বলে জানিয়েছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
আগামীকালই (মঙ্গলবার) তাকে সরিয়ে নতুন পরিচালক মনোনয়ন দেয়া হবে বলেও জানান। আগামীকাল বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা। ধারণা করা হচ্ছে, তার আগেই পাওয়া যাবে নতুন পরিচালকের নাম।