ইয়েমেনে হুতি নেতাদের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

২ সপ্তাহ আগে
ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর ইয়েমেন জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। হুতি নেতাদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সূত্র।

বুধবার (১৯ মার্চ) প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

সূত্র জানায়, সা’দা প্রদেশে দীর্ঘদিন থেকে লুকিয়ে থাকা হুতি নেতাদের ঘাঁটি এবং লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহ লক্ষ্য করে হামলা চালায় ওয়াশিংটন। 

 

আরও পড়ুন:সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ছে হিজবুল্লাহর
 

হুতি পরিচালিত আল মাসিরাহ টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সা’দার আল-সাফরা জেলাসহ বিভিন্ন স্থানে ১০টিরও বেশি হামলা হয়েছে। 

 

ইয়েমেনি সূত্রের মতে, অস্ত্র মজুত এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলো থাকায় এই জেলাটিকে হুতি গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।


এর আগে ইরান-সমর্থিত হুতিরা গাজার ক্রসিং বন্ধ করে দেয়ার প্রতিক্রিয়ায় ইসরাইলি জাহাজের ওপর আবারও আক্রমণ শুরু করার ঘোষণা দেয়। এর জবাবে যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে হামলা শুরু করে।


এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে হুতি বিদ্রোহীদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে এবং কঠোর পরিণতি ভোগ করতে হবে।


মার্কিন চাপ সত্ত্বেও হুতিরা লোহিত সাগরে আক্রমণ কমাতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই গোষ্ঠীটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর একাধিক আক্রমণ চালায়।

 

আরও পড়ুন:ইয়েমেনে থামছে না মার্কিন হামলা, নিহত বেড়ে ৫৩

 

মঙ্গলবার হুতিরা পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, গাজার বিরুদ্ধে ‘আগ্রাসন’ বন্ধ না হলে তারা আগামী দিনগুলাতে ইসরাইলকে লক্ষ্য করে আরও হামলা চালাবে তারা।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন