ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই চ্যানেলের ৪ সংবাদকর্মী আহত

১ সপ্তাহে আগে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই টিভি চ্যানেলের চার সংবাদকর্মী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালান সেনা সদস্যরা।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টায় সংবাদ সংগ্রহ করতে গেলে অতর্কিতভাবে একদল ইন্টার্ন চিকিৎসক এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন আহত সংবাদকর্মীরা।

 

হামলায় আহতরা হলেন যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী ও ক্যামেরাপারসন সাকিব, চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদ রহমান ও ক্যামেরাপারসন ইরফান। এ সময় হামলাকারীরা তাদের শারীরিকভাবে আক্রমণ করে এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে দেয়।

 

আরও পড়ুন: এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলায় এসআরএফের নিন্দা

 

যমুনা টিভির আহত সাংবাদিক রফিকুল ইসলাম খোকন বলেন, ক্যামেরা ওপেন করার সময় আমাদের ওপর হামলা চালানো হয়। কোনো কারণ ছাড়াই হামলা চালানো হয়েছে। এর আগে বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে এসে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছি। 

 

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন