ইতালিতে সর্বনিম্ন বেতন ১ হাজার ১৫০ ইউরো এবং দেশটির কর্মজীবী মানুষের গড় বেতন প্রায় ২ হাজার ৫০০ ইউরো। তবে, মিলান ও রোম সিটি সেন্টারে মাঝারি সাইজের একটি এপার্টমেন্ট ভাড়া প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৬০০ ইউরো।
অন্যদিকে ছোট শহরে একই ধরনের বাসা ভাড়া ৫০০ থেকে ৭০০ ইউরো। তবে সেখানে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে কম।
ছোট শহর ও ইতালির দক্ষিণাঞ্চলে বাসা ভাড়া অনেক কম। তবে দক্ষিণ ইতালিতে সমস্যা হলো পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব। শিল্পসমৃদ্ধ ইতালির কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকেই ভাগ্যক্রমে পেয়ে যান ছোট শহরে বসবাসের সুযোগ।
আরও পড়ুন: ইতালির নতুন আবাসন নীতি, স্পন্সর ভিসায় বাংলাদেশি শ্রমিক কমবে এবার?
সেই হিসেবে রাজধানী বা বড় শহরে জীবনযাত্রার খরচ মেটানো এখন অনেকের কাছেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৫০ লাখ বিদেশি কর্মী ইতালিতে কাজ করেন, যার মধ্যে প্রায় ৩ লাখ বাংলাদেশি। তাদের অনেকেই বলছেন, আয়ের বেশিরভাগ অংশই চলে যাচ্ছে বাড়ি ভাড়ায়, ফলে পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বড় শহরের চাকচিক্য ও সুযোগ-সুবিধা থাকলেও ছোট শহরের মানুষ তুলনামূলকভাবে বেশি শান্তিপূর্ণ ও উপভোগ্য জীবনযাপন করছেন।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·