দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে পূর্বধলা, ধোবাউড়া, দুর্গাপুর, কলমাকান্দা উপজেলাসহ জারিয়া-ঝানজাইল এলাকার জনগণের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন এ পথে চলাচলকারী যাত্রীরা।
তারা জানান, প্রতিদিন ৫০ কিলোমিটার পথে চারবার করে আপডাউনসহ মোট ৮টি ট্রিপে চলত ট্রেনটি। এই রুটে অন্য কোনো আন্তঃনগর ট্রেন না থাকায় শম্ভুগঞ্জ, গৌরীপুর, শ্যামগঞ্জ, পূর্বধলাসহ আটটি স্টেশনের যাত্রীদের জন্য এটি ছিল একমাত্র ভরসা। ট্রেন বন্ধ থাকায় বাধ্য হয়ে বিকল্প পথে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি বন্ধ রয়েছে। ইঞ্জিন পেলেই পুনরায় লোকাল ট্রেনগুলো চালু করা হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ‘সুবর্ণ এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
এ বিষয়ে ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল হারুন জানান, লোকাল ট্রেনের মিটারগেজের ইঞ্জিনসংকট চলছে। ইঞ্জিনটি সমস্যা হয়েছিল, সেটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হলেও আর ফেরত আসেনি। ইঞ্জিন পেলে পুনরায় লোকাল ট্রেনগুলো চালু করা সম্ভব হবে।
উল্লেখ্য, ইঞ্জিনসংকটের কারণে ২৯ সেপ্টেম্বর থেকে জারিয়া লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·