শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে ঘটনাটি ঘটে। এরপর সকাল ১০টার দিকে ট্রেনটি জারিয়া-ঝাঞ্জাইলের উদ্দেশ্যে গফরগাঁও থেকে ছেড়ে যায়।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে বিকল হয়ে যায়। পরে রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটিকে গন্তব্যে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।
]]>