ইজারার সীমানা নিয়ে দ্বন্দ্বে খাজনা আদায়কারী দুই পক্ষের গোলাগুলি, ২ যুবক গুলিবিদ্ধ

৩ দিন আগে
পাবনার ঈশ্বরদীতে নৌ চ্যানেলের খাজনা আদায়কারীদের অতর্কিত গুলি ও বোমা হামলায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পদ্মানদীর পাড়ের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাড়ার ৫ নম্বর ঘাটের সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধরা হলেন পদ্মানদীর তীরবর্তী সাড়ার ৫ নম্বর ঘাটের ক্যানালপাড়া এলাকার মো. হোসেন গাজীর ছেলে নিজাম (২৬) এবং বাবলু হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্র ও লক্ষ্মীকুন্ডা নৌ–পুলিশ ফাঁড়ির তথ্যানুযায়ী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসানের মালিকানাধীন ‘এটি এন্টারপ্রাইজ’ পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বছরের জন্য পদ্মানদীর সাড়াঘাট থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের উত্তরপাড় পর্যন্ত তরিয়া মহলে খাজনা আদায়ের ইজারা নিয়েছে। অন্যদিকে, ঢাকার শাহজাহানপুরের শহিদবাগ এলাকার মো. হামিদ হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদারের মালিকানাধীন গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে এক বছরের জন্য পদ্মানদীর গোয়ালন্দ-পাকশী রুটে (রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নৌ-পোর্ট পর্যন্ত) চলাচলকারী নৌযান থেকে খাজনা আদায়ের ইজারা পেয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সোহেল খন্দকার খাজনা আদায় কার্যক্রম পরিচালনা করছে।

 

সূত্র জানায়, সোহেল খন্দকারের লোকজন নিজেদের ইজারার সীমানা অতিক্রম করে ‘এটি এন্টারপ্রাইজ’-এর তরিয়া মহলে গিয়ে খাজনা আদায় করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ও বিরোধ চলছিল। ঘটনার দিন ‘এটি এন্টারপ্রাইজ’-এর লোকজন নিজ সীমানার মধ্যে খাজনা আদায় শেষে সাড়ার ৫ নম্বর ঘাটে স্পিডবোট রেখে নদীর পাড়ে উঠছিলেন। ঠিক সেই সময় সোহেল খন্দকারের লোকজন অতর্কিতে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা হামলা চালায়। এতে নদীপাড়ের স্থানীয় দুই যুবক-সজিব হাওলাদার ও নিজাম গাজী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

 

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গ্রামবাসীর চেষ্টায় আটক ৩

 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাফিসা খানম জানান, ‘একজনের বুকের বাম পাশে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে গেছে, আরেকজনের বাম চোখে গুলিবিদ্ধ হয়েছে। দুইজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

‘এটি এন্টারপ্রাইজ’-এর মালিক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ‘সোহেল খন্দকারের লোকজন অবৈধভাবে তাদের তরিয়া মহলে প্রবেশ করে খাজনা আদায় করছিল। ওই হামলায় সোহেলের লোকজন আমার দলের উপর গুলি ও বোমা বর্ষণ করে, পাশাপাশি খাজনা আদায়ের ৩০-৩৫ হাজার টাকা, একটি স্পিডবোট ও একটি নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।’

 

নৌ-চ্যানেলের খাজনা আদায়কারী গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক সোহেল খন্দকার জানান, ‘গত তিনদিন ধরে ‘এটি এন্টারপ্রাইজ’-এর লোকজন আমাদের সীমানায় প্রবেশ করে খাজনা আদায় করে আসছিল। বারবার প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়ার পরও কোনো সমাধান না মেলায় আজকের এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে।’

 

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গুলি বর্ষণের ঘটনায় দুইজন সাধারণ যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর থেকে নদীতে নৌ-পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন