ইজতেমার দ্বিতীয় ধাপে আরও ১ মুসল্লির মৃত্যু

২ ঘন্টা আগে
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় ৩১ নং খিত্তায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

 

নিহত ব্যক্তির নাম আমীর হোসেন (৬৫) তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে ইজতেমার দুই ধাপে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

 

আরও পড়ুন: ইজতেমা থেকে দীনের দাওয়াতে বের হয়েছে ১ হাজার ৪৬৫ জামাত

 

৫৮তম বিশ্ব ইজতেমার শূরায়ি নেজামের অধীনে হবে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

 

আজ সোমবার, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বে অংশ নিয়েছে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারা শূরায়ি নেজামের অধীনে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

]]>
সম্পূর্ণ পড়ুন