ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল কিউইরা

২ সপ্তাহ আগে
চলছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। এরপর এই দুই দল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি উইলিয়ামসনকে। তবে আশা ছিল ওয়ানডে সিরিজ দিয়ে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। ফিরেছেনও উইলিয়ামসন। এর সঙ্গে গত আগস্টে জিম্বাবুয়ে সফরে তলপেটে চোট পাওয়া নাথান স্মিথকেও স্কোয়াডে ফিরিয়েছে নিউজিল্যান্ড।


২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে খেলার পর প্রথমবার নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামতে যাচ্ছেন উইলিয়ামসন। ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল কিউইরা। টুর্নামেন্টে দলের নেতৃত্বে থাকা মিচেল স্যান্টনারও দলে আছেন অধিনায়ক হিসেবে।


আরও পড়ুন: লখনৌ সুপার জায়ান্টসে নতুন দায়িত্বে উইলিয়ামসন 
 



এদিকে ইনজুরির কারণে অনেক নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রউরকে, গ্লেন ফিলিপস এবং বেন সিয়ার্স চোটের কারণে স্কোয়াডে নেই।


আগামী ২৬, ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। খেলাগুলো হবে যথাক্রমে মাউন্ট মঙ্গানুই, হ্যামিল্টন এবং ওয়েলিংটন।


নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড  

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফুলকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।

]]>
সম্পূর্ণ পড়ুন