আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা কনর ম্যাকগ্রেগরের

২ সপ্তাহ আগে
মিক্সড মার্শাল আর্টস তারকা এবং সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন কনর ম্যাকগ্রেগর আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন চুক্তির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই বিষয়ে জনগণের মতামত জানতে একটি গণভোটের আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ম্যাকগ্রেগর অভিবাসন চুক্তির বিরোধিতা করেন, যা ২০২৬ সালের ১২ জুনের মধ্যে আয়ারল্যান্ডে পুরোপুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এই চুক্তি সমর্থন করায় সরকারি কর্মকর্তাদের কড়া সমালোচনা করার পাশাপাশি জনগণের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তুলে দেয়ার কথা বলেছেন তিনি।  

 

ম্যাকগ্রেগর বলেন, 'সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এই চুক্তির বিরোধিতা করার জন্য আর কে আছে? রাষ্ট্রপতি পদে যাকেই আনার চেষ্টা করুন না কেন, কেউ তাদের বিরুদ্ধে প্রতিরোধ দেখাতে পারবে না। আমি পারব।'  

 

তিনি আরও বলেন, 'জনগণের মতামত জানতে আমি এই প্রস্তাবটি নিয়ে গণভোটের উপস্থাপন করব। যদিও আমি এই চুক্তির তীব্র বিরোধিতা করি, তবুও এটি আমার বা সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এটি আয়ারল্যান্ডের জনগণের সিদ্ধান্ত। এটাই সত্যিকারের গণতন্ত্র।'  

 

আরও পড়ুন: তাসকিনকে পেতে আইপিএল ফ্র্যাঞ্চাইজির যোগাযোগ!

 

ম্যাকগ্রেগরের এমন ঘোষণা আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনের আগে তাকে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করে দিতে পারে বলে ধারণা করা যাচ্ছে। চলতি বছরের ১১ নভেম্বরের মধ্যে আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে।  

 

আশ্রয় ও অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের কীভাবে সামলানো হবে, সে বিষয়ক আইনে সংস্কার আনতে ইউরোপীয় ইউনিয়ন ২০২৩ সালে একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তিটির লক্ষ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসনের পরিমাণ কমানো। এই সংস্কারের মধ্যে রয়েছে অনিয়মিত অভিবাসীদের দ্রুত যাচাই করা, সীমান্তে আটককেন্দ্র তৈরি করা এবং আবেদন প্রত্যাখ্য়াত হওয়া আশ্রয়প্রার্থীদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন