আড়িয়াল খাঁ নদে ভেলা বাইচ, দর্শকদের উচ্ছ্বাস

৬ দিন আগে
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে হয়ে হলে ভেলা বাইচ প্রতিযোগিতা। শনিবার (৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের চন্ডিবর্দী এলাকায় এই বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকার পরিবর্তে ভেলা বাইচ দেখতে আড়িয়াল খাঁ নদের পাড়ে ভিড় করেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। ব্যতিক্রমী এই প্রতিযোগিতা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা।

 

স্থানীয়রা জানান, এলাকাবাসীকে আনন্দ দিতে এই ভেলা বাইচের আয়োজন করেন স্থানীয় যুব সমাজ। দুপুরে পর ভেলা বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন কয়েক হাজার দর্শক। কলাগাছ দিয়ে তৈরি ২০ জন প্রতিযোগি ২০টি ভেলা নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। কয়েকটি রাউন্ডের পর তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

 

পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। আগামীতে বড় আকারে এমন গ্রামীণ খেলার আয়োজন করার কথা জানান আয়োজকরা। আর তাদের পাশে থাকার আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্থানীয়রা।

 

আরও পড়ুন: ফরিদপুরের দৃষ্টিনন্দন ভেলা বাইচ

 

প্রধান অতিথির বক্তবে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও এলাকাবাসীকে বিনোদন দিতে বছরে বছরের বিশেষ বিশেষ দিনে এই উৎসবের আয়োজন করা হবে। এমন প্রতিযোগিতার মাধ্যমে সমাজের অপসংষ্কৃতি বিলুপ্তিও হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন