আল-খেলাইফিকে আক্রমণ করে ব্যানার প্রদর্শন, ক্ষমা চাইল বায়ার্ন

৪ সপ্তাহ আগে
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বায়ার্নের মুখোমুখি হয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। ম্যাচটি ১-০ গোলে জয় পায় জার্মান জায়ান্টরা। তবে সেই ম্যাচে একটি ঘটনা নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়। ম্যাচে কিছু সমর্থকরা একটি ব্যানার প্রদর্শন করে। যা পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। যদিও পড়ে বায়ার্ন মিউনিখ এর জন্য খেলাইফির কাছে ক্ষমা চেয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ারনা ডিফেন্ডার কিমের গোলে পিএসজির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। ম্যাচের একটি সময়ে দর্শকরা ব্যানার প্রদর্শন করে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির বিরুদ্ধে।


ব্যানারে প্রশ্ন তোলা হয়, খেলাইফি কীভাবে একসঙ্গে একটি ক্লাবের মালিক, উয়েফা নির্বাহী কমিটির সদস্য, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও একটি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান হতে পারেন। তাকে ‘অভিজাত গোষ্ঠীর শাসক’ হিসেবে উল্লেখ করা হয়।


আরও পড়ুন: বায়ার্নের কাছে ফের হারল পিএসজি 
 

Bayern Munich Fans Confront PSG Owner Nasser Al Khelaifi with Tifo Display  – Thick Accentআল-খেলাইফিকে আক্রমণ করে ব্যানার প্রদর্শন করে দর্শকরা।



এই ঘটনার জন্য বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতি দিয়ে খেলাইফির কাছে দুঃখ প্রকাশ করে বায়ার্ন। বিবৃতিতে তারা লেখে, 'ক্লাব স্পষ্ট করতে চায় যে, এই ব্যানারগুলো এফসি বায়ার্নের অনুমোদিত নয় এবং ক্লাবের অবস্থান প্রতিফলিত করে না।'


এদিকে চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। ৫ ম্যাচ শেষে একটি করে জয় ও ড্র এবং ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২৫তম স্থানে রয়েছে ফরাসি ক্লাবটি।  

]]>
সম্পূর্ণ পড়ুন