আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও বেতন হবে ২৩ মার্চ

২ সপ্তাহ আগে
দেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।


এতে বলা হয়, সরকারি পঞ্জিকা-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ ২০২৫ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বিধায় সরকার কর্তৃক সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড বা নন-কমিশনড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ঈদের আগে বেতন নিয়ে সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা


এ পরিস্থিতিতে দেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হলো।


আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এর আগে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন