আর্জেন্টাইনে মুগ্ধ শাবি, কেমন হবে রিয়ালের নতুন একাদশ?

৪ ঘন্টা আগে
ট্রান্সফার মার্কেটে ১৮০ মিলিয়ন ইউরো খরচ করে নতুন রূপে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। লা লিগার প্রথম ম্যাচের শুরুর একাদশে সাদা জার্সিতে অভিষেক ঘটবে অন্তত ৩ নতুন মুখের। তবে ইনজুরি আর নিষেধাজ্ঞার খড়গে এ ম্যাচেও বেশকিছু ফুটবলারকে পাচ্ছেন না রিয়াল বস শাবি আলোনসো। ভক্তদের জন্য মৌসুমের শুরুটা দারুণ করতে চান তিনি।

একটা ট্রফিলেস মৌসুম শেষে শাবি আলোনসোর ওপর চাপটা বেশি। ক্লাবের তরফ থেকে যা কিছু সম্ভব তার সবই করা হয়েছে। ট্রান্সফার মার্কেটে লস ব্ল্যাঙ্কোদের খরচ ১৮০ মিলিয়ন ইউরোর বেশি।


একটা লম্বা সময় পর রক্ষণভাগ নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারে রিয়াল ভক্তরা। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড আর ডিন হুইজেনকে এরই মধ্যে দেখা গেছে ক্লাব ওয়ার্ল্ড কাপে। অভিষেকের অপেক্ষায় আলভারো কারেরাস। বেনফিকা থেকে আনা এই লেফট ব্যাক সহ ডিফেন্সের তিনজনই রিয়ালের নতুন সংযোজন।


সব মিলিয়ে চার নতুন সাইনিং আর মদ্রিচ-ভাস্কেজের বিদায়ে চেহারা অনেকটাই পাল্টে যাবে শুরুর একাদশে। মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত বাংলাদেশ সময় রাত ১টায় রিয়ালের ওপেনিং ম্যাচ ডে'তে সেই পরিবর্তনের ছাপই দেখবে দর্শকরা। রিয়াল বস নিজেও চান, নতুন মৌসুমের শুরুটায় ভক্তদের দারুণ কিছু উপহার দিতে।


রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো বলেন, 'অনেকের কাছে এই বিরতিটা অল্প সময়ের, অনেকের জন্য দীর্ঘ। কারো জন্য এটাই প্রথমবার। এসব কিছুই দলের জয়ের আকাঙ্খায় একত্রিত হবে। নিশ্চিতভাবে ভক্তদের মতো দলের ফুটবলাররাও নিজেদের মাঠে দারুণ শুরু করতে চাচ্ছে। প্রথম ম্যাচ সবসময় ভীষণ গুরুত্বপূর্ণ।'


আরও পড়ুন: ৩-০ ব্যবধানে জয়েরও পর শিষ্যদের পারফরম্যান্সে অখুশি বার্সা কোচ 


ইনজুরিতে আছেন বেলিংহ্যাম, কামাভিঙ্গা, মেন্দি আর এন্ড্রিক। ৬ ম্যাচের সাসপেনশনে আছেন রুদিগার। প্রাক-মৌসুমের শেষ ম্যাচে ভালবার্দে না খেলায়, এই ম্যাচেও তাকে শুরুর একাদশে দেখার সম্ভাবনা কম। তাই চাইলেও সেরা একাদশ পাচ্ছেন না রিয়াল বস।


স্প্যানিশ গণমাধ্যমগুলোর বরাতে ধারণা করা হচ্ছে, ওসাসুনা ম্যাচে ৪-২-১-৩ ফরমেশনে দল সাজাবেন কোচ শাবি। দল বদলের গুঞ্জন থাকলেও, সেবায়োসকে দেখা যাবে মিডফিল্ডে। সামনে আর্দা গুলের। ২০ বছরের টার্কিস ফুটবলারের কাঁধে মদ্রিদের শূন্যস্থান পূরণের গুরুভার। ফ্রন্ট লাইনে ভিনি-এমবাপ্পের সঙ্গে ব্রাহিম দিয়াজ। রদ্রিগোর ক্লাব ছাড়ার সম্ভাবনা থাকায়, তাকে স্টার্টিং ইলেভেনে দেখার সম্ভাবনা কম।


যদিও আগ্রহটা থাকবে রিভার প্লেট থেকে কেনা মাস্তানতুয়োনোকে ঘিরে। আর্জেন্টাইন মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখা না গেলেও, বদলি হিসেবে নামানো হবে নিশ্চিত। এই আলবিসেলেস্তেকে নিয়ে আশাবাদী রিয়াল বস নিজেও।


শাবি আলোনসো বলেন, 'খুব অল্প সময়েই টের পেয়েছি ওর মাঝে লড়াই করার মানসিকতা রয়েছে। আর্জেন্টাইন যোদ্ধার মানসিকতা। ও অনেক মানসম্পন্ন খেলোয়াড়, লড়াই করে যাওয়ার গুণ রয়েছে। তার বাঁ-পা অনন্য যা সেটপিস আর ফাইনাল পাসে বেশ কাজে লাগবে। তরুণ হলেও ও এরই মধ্যে বেশ ভালো লেভেলে রয়েছে।'


তবে শাবির সামনে মিশন ভিনি-এমবাপ্পের মাঝে রসায়ন তৈরীর। শেষ মৌসুমে দলগতভাবে সফল হতে পারেনি অল হোয়াইট। এবারও দলের শীর্ষ দুই তারকার কম্বিনেশন মেলাতে না পারলে ১৮০ মিলিয়ন ইউরো জলে যাবে ইউরোপের সফলতম ক্লাবের।

]]>
সম্পূর্ণ পড়ুন