একটি সংবাদ মাধ্যমে চিত্রনায়িকা নূতন বলেছেন। ‘আমি হালকা মেকআপেই অভ্যস্ত। একটু পাপ করে চোখে কাজল আর লিপস্টিকই যথেষ্ট’।
গায়ের রং নিয়ে তিনি বললেন, ‘আমার গায়ের রং খারাপ না, ফর্সাই। তবে কেউ কালো বললেও ক্ষতি নেই।’
আরও পড়ুন: নতুন লুকে যে বার্তা দিলেন অপু বিশ্বাস
নূতন আরও জানান, ভারী মেকআপ করলে মনে হয় আলাদা একটি মাস্ক পরে এসেছে। আমি হালকা মেকআপই করি ভারি মেকআপ নেয়ার প্রযোজন মনে করি না।
১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে নূতনের। এরপর অসংখ্য ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
আরও পড়ুন: যে কারণে নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন পপি
১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত স্ত্রীর পাওনা চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সর্বশেষ এ অভিনেত্রীকে ২০১৪ সালে শাকিব খান অভিনীত ‘হিরো: দ্য সুপারস্টার’ সিনেমায় দেখা গিয়েছিল।