স্থানীয় দমকল বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত পোচিওনে এ ঘটনা ঘটে। পোচিওন উত্তর কোরিয়ার সীমান্তের খুবই কাছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আহতদের মধ্যে দু’জনের ঘাড় ও কাঁধের হাড় ভেঙে গেছে। এছাড়া, শহরের গির্জার ভবন এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চেয়েছে।
আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য রহস্য বাড়াচ্ছে কিম সে রনের মৃত্যু!
ধারণা করা হচ্ছে, আটটি বোমার মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। বিবিসির বরাতে জানা যায়, বাকি সাতটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দল এখনো কাজ করে যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
এরমধ্যেই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক ‘ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়া আগামী ১০ মার্চ শুরু করার ঘোষণা দিয়েছে। এই যৌথ মহড়ার উদ্দেশ্য উত্তর কোরিয়ার নেয়া সামরিক কৌশল ও পদক্ষেপের জন্য প্রস্তুতি আরও শক্তিশালী করা।
আরও পড়ুন: রহস্যজনক মৃত্যু কোরিয়ান অভিনেত্রীর
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর এটিই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রথম যৌথ মহড়া হতে চলেছে। মহড়াটি চলবে ২০ মার্চ পর্যন্ত।
]]>