আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে নোয়াখালী সরকারি কলেজে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

২ দিন আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবির।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল কাদের আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়াও নোয়াখালী শহর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে ছাত্রশিবির সন্দেহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। শহীদ আবরারের একমাত্র অপরাধ ছিল সত্য কথা বলা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তারা দিনটিকে 'নিপীড়নবিরোধী দিবস' হিসেবে ঘোষণা করার দাবি জানান।


আরও পড়ুন: ঢাবিতে আবরারকে ঘিরে সেমিনার ও চিত্র প্রদর্শনী


বক্তারা আরও বলেন, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগের সন্ত্রাস ও দমন-পীড়নের শিকার হয়েছেন দেশের বিভিন্ন ক্যাম্পাসের অন্তত ছয় হাজার শিক্ষার্থী। এমন একটি বাস্তবতা মুক্ত ছাত্ররাজনীতির পথে বড় অন্তরায় বলে বক্তারা মন্তব্য করেন।


আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন