আদালত প্রাঙ্গণে বাদী-বিবাদী পক্ষের সংঘর্ষ, উত্তেজনা

৩ দিন আগে
খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবর আলী (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মীর হত্যা মামলার হাজিরা ছিল আজ। হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।


এতে দুপক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পক্ষ অপর পক্ষের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় প্রতিপক্ষের হামলায় বাবর আলী আহত হন। তার পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত আছেন।


আরও পড়ুন: আমাকেও মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ, আদালতে দীপু মনি


মহানগর দায়রা আদালতের পিপি এ কে এম শহিদুল ইসলাম জানান, তেরখাদা উপজেলার ফারুক মীর হত্যা মামলায় হাজিরার দিনে দুপক্ষ আদালত প্রাঙ্গণে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৫ থেকে ২০ মিনিটের মতো এমন উত্তেজনা ছিলো আদালত প্রাঙ্গণে।


উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মীর সন্ত্রাসী হামলায় নিহত হন।

]]>
সম্পূর্ণ পড়ুন