আটাবে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

৬ দিন আগে
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক নিয়োগের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা— জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী সপ্তাহে দিন নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে গত সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে উপসচিব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন বর্তমান পরিচালনা পর্ষদের একজন সদস্য।
 

আরও পড়ুন: আটাবে প্রশাসক নিয়োগে সদস্যদের তীব্র প্রতিবাদ

 

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে জানতে চান, বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না।

 

আদালত আরও বলেন, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিট আবেদনের বিষয়বস্তু ব্যাহত করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে।

 

রিট আবেদনে বলা হয়, আটাব একটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন এবং সংবিধিবদ্ধ পদ্ধতিতে পরিচালিত নির্বাচিত পরিচালনা পর্ষদকে কোনো বিচারিক তদন্ত বা সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়া ছাড়া সরিয়ে দেয়া নিয়ম বহির্ভূত ও আইনের পরিপন্থি।

]]>
সম্পূর্ণ পড়ুন