আওয়ামী লীগকে সুযোগ দিলে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে: নার্গিস বেগম

২ সপ্তাহ আগে
বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, রক্তের সম্পর্ক থাকলেও না। তাদের সুযোগ দিলে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। মনে রাখতে হবে, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই তা শেষ করতে হবে।

মঙ্গলবার (৮ জুলাই) যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় নগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

নার্গিস বেগম বলেন, ‘নির্বাচন হতেই হবে, নইলে দেশ আবার অনিরাপদ জায়গায় চলে যাবে। হাসিনার দোসররা আবার মাথা তুলছে। আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচিত সরকার না থাকায় কিছু বলছে না। তাই সজাগ থাকতে হবে।’

 

আরও পড়ুন: যশোরে শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

 

তিনি বলেন, ‘বিএনপি গত ১৬ বছর ধরে জনগণের পাশে আছে। আর দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, যারা সমাজে নীরবে পরিবর্তন আনে। রাজনীতিতেও নারীরা তা করতে পারে, যেটি প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া।’

 

নগর মহিলা দলের সভাপতি লুৎফুন্নাহার লাবনীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন