আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

২ সপ্তাহ আগে
আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।


বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হয়ে তালাইমারী গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান, বিচার নিয়ে টালবাহানা চলবে না, বন্ধ কর,’ সহ নানা স্লোগান দেন।


মিছিলটি মেনগেট থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক ধরে তালাইমারী গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার জন্য তাদের বিচার দাবি করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

বক্তারা বলেন, আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ যদি বাংলার মাটিতে ফিরে আসতে চায় তাহলে দুই সহস্রাধিক শহীদ ভাইদের জীবন ফিরিয়ে দিতে হবে, ২২ হাজার আহত পঙ্গুত্ববরণকারীদের হাত পা ফিরিয়ে দিতে হবে, দৃষ্টিহীনদের চক্ষু ফিরিয়ে দিতে, অঙ্গহানি ভাইবোনদের অঙ্গ ফিরিয়ে দিতে হবে। গত ১৫ বছরে ফ্যাসিবাদী কায়েমে আওয়ামী লীগের  শাসনামলে যত মানুষ খুন, গুমের শিকার হয়েছে তাদের জীবন ফিরিয়ে দিতে হবে। তারপর  আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না তার সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ। আওয়ামী লীগের পুনর্বাসনের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হোক কিংবা সেনাবাহিনীর কোনো বড় কোনো কর্তা হোক কিংবা আওয়ামী লীগের কোনো দোসর হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা জুলাই ভুলি নাই, যদি জুলাইয়ের মতো আরও একটিবার জুলাইয়ের মতো নামতে হয় তাহলে দলমত নির্বিশেষে আওয়ামী লীগের প্রশ্নে আমরা মাঠে নামব।

]]>
সম্পূর্ণ পড়ুন