বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রিন্স বাবু বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: সাতক্ষীরায় মাছ ধরার সময় বজ্রপাতে মৎস্য চাষির মৃত্যু
৫নং বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা জানান, প্রিন্স বাবু সকালে তাদের কৃষি জমিতে আইল বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
]]>