আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

২ সপ্তাহ আগে
এ. আর. রহমান, অরিজিৎ সিং, সনু নিগাম, মোহিত চৌহানের মতো কিংবদন্তি শিল্পীরা অতীতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন। গত আইপিএলের উদ্বোধনীতে গানের তালে তালে নেচেছেন টাইগার শ্রফ ও অক্ষর কুমারের মতো তারকারা। এবার পারফর্ম করবেন কারা?

২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর ঠিক আগে মঞ্চস্থ হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মঞ্চ কাঁপাবেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আইপিএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে আর কে কে থাকছেন? আইপিএল কর্তৃপক্ষই জানিয়েছে, গান গাওয়ার জন্য থাকবেন শ্রেয়া ঘোষাল ও করন আউজলা। প্রশ্ন হলো, অনুষ্ঠান কখন শুরু হবে? উদ্বোধনী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টায়।


আরও পড়ুন: গত মৌসুমের ভুলে নিষিদ্ধ হার্দিক, মুম্বাই খেলতে নামবে সুর্যকুমারের নেতৃত্বে


ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালও হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে। প্লেঅফের বাকি তিনটি ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে যথাক্রমে ২০, ২১ ও ২৩ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে হলেও বাকি দুটি ম্যাচ হায়দরাবাদে।


৬৫ দিনব্যাপি আসরে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনীর দিন একটি ম্যাচ হলেও ২৩ মার্চ হবে দুটি, বিকেলে আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ওইদিন রাতে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
 

]]>
সম্পূর্ণ পড়ুন