আকাশ দীপ ও মায়াঙ্ক যাদব বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাবে আছেন। আবেশ খানের চোটও এখনও সাড়েনি। চোট থেকে সেড়ে উঠে এই তিনজনের এবারের আইপিএলে খেলার ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু মহসিন খানের একেবারেই নেই। চোটের কারণে গত তিন মাস ধরে বাইশ গজের বাইরে তিনি, লখনৌর হয়ে নেট সেশনে বোলিং শুরু করলে ফের কাফ মাসলে চোট পান।
চার চারজন পেসার ইনজুরিতে পড়লে যেকোনো দলের হিমশিম খাওয়া খুবই স্বাভাবিক। লখনৌর ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না। দলটির মেন্টর জহির খান বলেছেন, ‘কয়েকজন ক্রিকেটারের চোটের কারণে পরিস্থিতি জটিল৷ তবে ইতিবাচক মানসিকতা নিয়ে তারা এই পরিস্থিতি সামলাতে চান৷’
আরও পড়ুন: ক্রিকেটারদের অভিযোগে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়লেন ইরফান
জহির খানদের এই হিমশিম অবস্থা ও মহসিন খানের খেলতে না পারার শঙ্কা কপাল খুলে দিচ্ছে শার্দুল ঠাকুরের। লখনৌ দলে যোগ দিচ্ছেন তিনি। শার্দুল গত মৌসুমে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, কিন্তু এবারের মেগা নিলামে অবিক্রীত থাকেন তিনি। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
যোগ দিলেন লখনৌর পেস বিভাগকে শার্দুলেরই নেতৃত্ব দেওয়ার কথা শার্দুলই৷ স্কোয়াডে বিদেশি পেসার শামার জোসেফ৷ সঙ্গে ভারতের তরুণদের মধ্যে রয়েছেন রাজবর্ধন হাঙ্গারগেকার এবং প্রিন্স যাদব৷ স্পিন বিভাগে আছেন অভিজ্ঞ রবি বিষ্ণু ও শাহবাজ আহমেদরা ৷
সোমবার (২৪ মার্চ) ভিসাখাপট্টনমে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়ে শুরু হবে লখনৌর এবারের আইপিএল যাত্রা।