সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রামও করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।’
জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করত তাহলে আজ এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এতদূর আসতে পেরেছে।’
আরও পড়ুন: শিবিরকে নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়, বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা: জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদের যেটা বলে তোমাদের বাবা-মা ও তোমাদের সেটা বলে। শিবির তোমাদের আদর্শ ছাত্র, ভালো ছাত্র হতে বলে, যেটা তোমাদের অভিভাবকরাও বলেন।’
সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: প্রফেসর পান্নালাল রায় অধ্যক্ষ সরকারি সোহরাওয়ার্দী কলেজ, মো. শফিউল্লাহ সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মো. এমরান খান জেলা সভাপতি পিরোজপুর, অধ্যক্ষ জহিরুল হক সাবেক জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·