এই অস্ট্রেলিয়াকে থামাবে কে? বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে যেন ধরা-ছোঁয়ার বাইরে অজিরা। টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার আনন্দ বহুগুণে বেড়েছে আরেক জায়ান্ট ভারতকে হারানোয়। শিরোপার মঞ্চে প্যাট কামিন্সের দলের পক্ষেই বাজি ধরবেন বেশিরভাগ মানুষ। তবে, আরেক ফাইনালিস্ট সাউথ আফ্রিকাও ছেড়ে দেবার পাত্র নয়।
মাত্রই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তারা। টানা ৭ টেস্ট জয়, প্রোটিয়াদের ইতিহাসের সেকেন্ড লঙ্গেস্ট উইনিং স্ট্রিক। এবারের চ্যাম্পিয়নশিপ সাইকেলে ১২ ম্যাচের ৮টিতেই জিতেছে আফ্রিকানরা। ক্যাপ্টেন টেম্বা বাভুমা আর কোচ শুকরি কনরাড জুটির জয় ১৪ ম্যাচের ১০টিতে। দলটির স্টার পেসার কাগিসো রাবাদা একরকম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ানদের।
গণমাধ্যমে রাবাদা বলেন, ‘এখনও অনেকটা সময় আছে। তবে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো বিগ ম্যাচ নিয়ে ভাবনা আসবেই। সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার লড়াই সবসময় দারুণ হয়। কারণ আমাদের খেলার ধরনে মিল আছে। আমরা আক্রমণাত্মক খেলি, তারাও। আমরা তাদের হারানোর উপায়ও জানি।’
আরও পড়ুন: আফগানিস্তানকে বয়কটের ডাক প্রত্যাখ্যান করলো ইংল্যান্ড ক্রিকেট
লর্ডসে ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে আরও দুই ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে, এই চক্রের সব ম্যাচ শেষ সাউথ আফ্রিকার। ফাইনালের প্রস্তুতির জন্য যুক্তরাজ্যে বাড়তি একটা ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সিএসএ।
প্রোটিয়া কোচ শুকরি কনরাড বলেন, ‘আয়ারল্যান্ড বা আফগানিস্তানের বিপক্ষে যুক্তরাজ্যে একটা ম্যাচ খেলার চেষ্টা করব আমরা। যদি সেটা না হয়, তাহলে একটু আগেভাগেই সেখানে যাব। ক্যান্টাবুরিতে ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।’
চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নতুন সূচনা হয়েছে টেস্ট ক্রিকেটের। বর্ডার-গাভাস্কার ট্রফি ও অ্যাশেজসহ বিভিন্ন সিরিজের উত্তাপ বেড়েছে। লঙ্গার ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে আর কোনো শঙ্কা দেখেন না রাবাদা।
প্রোটিয়া পেসার বলেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে কোনো শঙ্কা নেই। এটাই সেরা ফরম্যাট। সাউথ আফ্রিকার কিংবদন্তিদের দেখুন। প্রত্যেকের টেস্ট ক্যারিয়ার দুর্দান্ত। টেস্ট ক্রিকেটাররাই বিশ্বের সেরা।’
আরও পড়ুন: হোয়াইটওয়াশ হওয়ার পর শাস্তিও পেল পাকিস্তান
শিরোপার কাছে গিয়ে হৃদয় ভাঙার বহু নজির আছে প্রোটিয়াদের। তবে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চোকার্স তকমা ঘোচাতে বদ্ধপরিকর সাউথ আফ্রিকা।
]]>