এতে অভিনয় করেছেন জশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি ম্যাডিগানসহ আরও অনেকে। সিনেমার গল্পে দেখা যাবে মেব্রুক নামের একটি ছোট শহরে, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১৭ জন শিক্ষার্থী এক রাতে এক সাথে বাড়ি থেকে নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের খোঁজে নামে অভিভাবক, পুলিশ, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে কিছু অতিপ্রাকৃতিক ঘটনা দেখা যায়, যা তাদের আতঙ্কিত করে তোলে।
আরও পড়ুন: মিস ইউনিভার্সে প্রথমবার ফিলিস্তিনি প্রতিনিধি
সিনেমাটি সরাসরি কোনো সোজাসুজি গল্প নয়। এটি কয়েকটি আলাদা চরিত্রের চোখ দিয়ে বলা এক ধরনের হরর-অ্যান্থলজি, যেখানে ব্যক্তিগত শোক, ভয়ের আবহ, সামাজিক অনিশ্চয়তা একসাথে গল্পটি নিয়ে এগিয়ে যায়।
প্রতি অধ্যায়ে আলাদা চরিত্রকে কেন্দ্র করে রহস্য বাড়তে থাকে, আর মাঝেমধ্যেই দর্শক মনে করে “এবার বুঝলাম”—কিন্তু পরের দৃশ্যে আবার সব ভেঙে যায়।
আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে কী বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প?
গত ৮ আগস্ট সিনেমাটি মুক্তি পায়। চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম স্ক্রিন র্যান্ট জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ডলারেরও বেশি, যা আর-রেটেড হরর ছবির জন্য বড় সাফল্য। ছবিটির বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ছবিটি বক্স অফিসের শীর্ষে আছে। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তি পেয়েছে।